লোহাগাড়া উপজেলাটি নয়টি ইউনিয়ন নিয়ে গঠিত। দক্ষিনে চকরিয়া আর উত্তরে সাতকানিয়া,পশ্চিমে বাঁশখালী ,পূর্বে বান্দরবানের পর্বতরাজি লোহাগাড়াকে ভিত্তি দান করেছে। লোহাগাড়া বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত একটি উপজেলা। এটি চট্টগ্রাম জেলা শহর থেকে আনুমানিক ৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। ১৯৮৩ সালে সাতকানিয়া থানাকে দুই ভাগ করে লোহাগাড়া থানা সৃষ্টি করা হয। লোহাগাড়া নামকরনের পিছনে জনশ্রূতি আছে যে, এখানে লোহাগাড়া দীঘির পাড়ে শায়েস্তা খা তৎপূর্বে কিছু সংখ্যক সৈন্য রাত্রি যাপনের জন্য অবস্থান নেয়। তাদের নিরাপত্তার জন্য তারা তাদের অদূরে চারদিকে কামান দ্বারা পরিবেষ্টিত করে রাখে। লোহার কামানের এ অবস্থান পরবর্তীতে লোকজন লোহাগাড়া হিসেবে আখ্যায়িত করে আসে। এভাবেই সম্ভবত এ উপজেলার নামকরন লোহাগাড়া হয়। একাধিক পীর আউলিয়ার পূর্ন্য স্মৃতি বিজড়িত ২৫৯.১৯ বর্গ কি: মি: আয়তনের লোহাগাড়ায় প্রায় ২.৫০ লক্ষ লোকের বসবাস। জনগনের জীবনযাত্রা কৃষি ও ব্যবসা বানিজ্য নির্ভর। একই সাথে এ উপজেলার উল্লেখযোগ্য সংখ্যক জনগোষ্ঠী মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশে ব্যবসা বানিজ্য ও বিভিন্ন কর্মে নিয়োজিত আছেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস