চট্টগ্রাম জেলার সর্বদক্ষিনে লোহাগাড়ার অবস্থান। লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে শিক্ষার হার সর্বাধিক। একই এলাকায় পাশাপাশি চুনতি মহিলা কলেজ, চুনতি উচ্চ বিদ্যালয়, মহিলা মাদ্রাসা, আলিম মাদ্রাসা, প্রাইমারী স্কুলের অবস্থানের কারনে উপজেলাবাসী উক্ত এলাকাকে ‘একাডেমিক জোন‘ হিসাবে সুপরিচিত, এটির পাশেই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পূর্ব পার্শ্বে প্রায় ৪.৫০ কিঃ মিঃ দুরে একটি মাত্র দাগে (বি,এস ১৩৩১) সরকারী ১৫০ একর পাহাড় শ্রেনীর জমিতে আই, টি ভিলেজ করার জন্য প্রস্তাব প্রেরণ করা হয়েছে। এটি বাস্তবায়িত হলে পুরো দক্ষিন চট্টগ্রাম তথা চট্টগ্রাম-কক্সবাজার এলাকার জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানের দিক থেকে লোহাগাড়া উপজেলায় মাদ্রাসার আধিক্য।
আই,টি ভিলেজ স্থাপিত হলে পুরো উপজেলার আর্থ-সামাজিক চিত্র পাল্টে যাবে এবং প্রেসক্রাইভড ধ্যান ধারনা বদলে যাবে । দিন বদলের জন্যই লোহাগাড়া উপজেলায় প্রস্তাবিত আই,টি ভিলেজ স্থাপন করা প্রয়োজন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস