উপজেলা পরিষদের জুলাই ২০১৩ মাসে অনুষ্ঠিত সভার কার্যবিবরণী
সভাপতি ঃ জনাব জিয়াউল হক চৌধুরী বাবুল, চেয়ারম্যান, উপজেলা পরিষদ লোহাগাড়া, চট্টগ্রাম।
সভার তারিখ ও সময় ঃ ৩১ জুলাই, ২০১৩। সময়ঃ সকাল ১১.০০ ঘটিকা।
সভার স্থান ঃ উপজেলা পরিষদ সভাকক্ষ।
সভায় উপস্থিত/অনুপস্থিত সদস্যবৃন্দের নামের তালিকাঃ পরিশিষ্ট ‘ক’।
লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও অদ্যকার সভার সভাপতি জনাব জিয়াউল হক চৌধুরী বাবুল উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভার কাজ শুরু করেন। অতঃপর সভার আলোচ্যসূচী মোতাবেক নিমেণাক্ত আলোচনা ও সিদ্ধামত্ম গৃহীত হয়।
ক্রম | আলোচনা | সিদ্ধামত্ম | বাস্তবায়ন | ||
১ | বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদনঃ অদ্যকার সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ করে শুনানো হয় এবং কোন সংশোধনী না থাকায় সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। |
|
| ||
1. ২ | স্থানীয় সরকার প্রকৌশল বিভাগঃ- উপজেলা প্রকৌশলী সভায় জানান যে, ২০১৩-১৪ অর্থ বছরে বাস্তবায়নযোগ্য বার্ষিক উন্নয়ন কর্মসূচীর প্রকল্পের তালিকা প্রণয়ন করার জন্য সভায় অনুরোধ করেন। | ২০১৩-১৪অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর প্রকল্পের তালিকা প্রণয়ন করার সিদ্ধামত্ম গৃহীত হয়। | উপজেলা পরিষদ লোহাগাড়া | ||
2. ৩ | সমাজসেবা বিভাগঃ উপজেলা সমাজসেবা অফিসার সভায় জানান যে, চরমবা ও বড়হাতিয়া ইউনিয়নে প্রতিবন্ধী জরীপ হয়নি। তিনি উক্ত দুটি ইউনিয়নে প্রতিবন্ধী জরীপ সম্পন্ন করার জন্য সংশিস্নষ্ট ইউপি চেয়ারম্যানের সহযোগিতা কামনা করেন। | চরমবা ও বড়হাতিয়া ইউনিয়নে প্রতিবন্ধী জরীপ পরিচালনায় সমাজসেবা অফিসারকে সহযোগিতা করার সিদ্ধামত্ম গৃহীত হয়। | চেয়ারম্যান, চরমবা ও বড়হাতিয়া ইউ,পি | ||
3. ৪ | স্বাসহ্য বিভাগঃ উপজেলা স্বাসহ্য ও পঃ পঃ কর্মকর্তার সভায় জানান যে, হাসপাতালের বাসা মেরামত করা হয়েছে। কমিউনিটি ক্লিনিকসমুহ চালুর জন্য ২৫০ জন কর্মীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। তিনি চট্টগ্রাম- কক্সবাজার প্রধান সড়কের উপর হাসপাতালের প্রবেশ পথে একটি গেট নির্মাণের জন্য সভায় প্রস্তাব করেন। | সভায় আলোচনার পর চট্টগ্রাম- কক্সবাজার প্রধান সড়কের উপর হাসপাতালের প্রবেশ পথে একটি গেট নির্মাণের জন্য নিমেণাক্ত ০৩সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। ১।ভাইস চেয়ারম্যান, লোহাগাড়া, আহবায়ক ২। উপজেলা স্বাসহ্য ও পঃ পঃ কর্মকর্তা, লোহাগাড়া সদস্য ৩। চেয়ারম্যান পদুয়া ইউ,পি সদস্য | ভাইস চেয়ারম্যান, লোহাগাড়া | ||
৫ | পরিবার পরিকল্পনা বিভাগঃউপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সভায় জানান, এমাসে বিভিন্নণ ইউনিয়নে উদুদ্ধকরণ সভা করা হয়েছে। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সভায় পরিবার পরিকল্পনায় পিছিয়ে যাওয়া গ্রাম চিহ্নিত করে সেখানে উদ্বুদ্ধকরণ সভা করার জন্য অনুরোধ করেন এবং আশ্রয়ণ প্রকল্পে পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার করার জন্য ও অনুরোধ করেন। | আশ্রয়ণ প্রকল্পে পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার করার সিদ্ধামত্ম গৃহীত হয়। | উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার।
| ||
৬ | জন্ম নিবন্ধন কার্যক্রমঃউপজেলা নির্বাহী অফিসার সভায় জানান, জন্ম নিবন্ধন কার্যক্রমে লোহাগাড়া উপজেলায় ১০০% ভাগ সম্পন্ন করা হয়েছে। তিনি নিয়মিত জন্ম নিবন্ধের কার্যক্রম চালু রাখার জন্য সকল ইউ,পি চেয়ারম্যানকে অনুরোধ করেন। | জম্ম নিবন্ধন কার্যক্রম নিয়মিত সম্পন্ন করার জন্য সকল ইউ,পি চেয়ারম্যান প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। | চেয়ারম্যান সকল ইউ,পি,লোহাগাড়া। | ||
৭ | ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের কার্যক্রমঃউপজেলা নির্বাহী অফিসার সভায় জানান, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা এবং ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র হতে ন্যায্যামূল্যে জনসাধারণের কাংখিত সেবা প্রদান করার জন্য সকল ইউ,পি চেয়ারম্যানকে অনুরোধ করেন। এছাড়া আগামী মাসে মাননীয় প্রধানমন্ত্রী উপজেলা ও ইউনিয়ন পোর্টাল উদ্বোধন করবেন, সেজন্য সকল ইউনিয়ন পোর্টাল হালনাগাদ করার প্রয়োজনীয় ব্যবসহা গ্রহণের জন্য তিনি সভায় অনুরোধ করেন। | ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের কার্যক্রম নিবিড়ভাবে পরিচালনা করার জন্য সকল ইউ,পি চেয়ারম্যান প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। | চেয়ারম্যান সকল ইউ,পি,লোহাগাড়া। | ||
৮ | যুব উন্নয়ন অধিদপ্তরঃউপজেলা যুব উন্নয়ন অফিসার সভায় জানান যে, তাঁর বিভাগ হতে ৯৯,১৩,০০০/- (তিরানববই লক্ষতের হাজার) টাকা ঋণ বিতরণ করা হয়েছে। মোট ঋণ তহবিল ২৩,১৮,৮০০/-(তেইশ লক্ষ আটার হাজার আটশত) টাকা । আদায়ের হার ৮৩.৯৭%। এপর্যমত্ম মোট ৩৫০৮ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। মোট ঋণী -৪৬৪ জন। | আরো অধিক সংখ্যক ট্রেডে যুবকদের প্রশিক্ষণ প্রদানের জন্য উপজেলা যুব উন্নয়ন অফিসারকে অনুরোধ করা হয়। | উপজেলা যুব উন্নয়ন অফিসার,লোহাগাড়া। | ||
1. ৯& | কৃষি বিভাগঃউপজেলা কৃষি অফিসার সভায় জানান যে, আসন্ন আমন মৌসুমে ধান উৎপাদনের লÿ্যমাত্রা বেশী ধরা হয়েছে, তাই এখন থেকে সর্বাত্মক প্রস্ত্ততি চলছে লÿ্যমাত্রা অর্জনের জন্য। তিনি সভায় আরো জানান যে, বর্তমানে লোহাগাড়ায় সারের কোন সংকট নেই। | লোহাগাড়া উপজেলার কোথাও সারের সমস্যা দেখা গেলে সাথে সাথে উপজেলা কৃষি অফিসারকে অবহিত করার সিদ্ধামত্ম গৃহীত হয়। | চেয়ারম্যান সকল ইউ,পি,লোহাগাড়া। | ||
১ ১০ | ত্রাণ ও পূনর্বাসন বিভাগঃ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সভায় জানান যে, ২০১৩-১৪ অর্থ বছরে বাস্তবায়নযোগ্য সকল প্রকল্পের তালিকা আগামী সভার পুর্বে দাখিল করার জন্য সকল ইউ,পি চেয়ারম্যানকে অনুরোধ করেন।। তিনি জরম্নরীভিত্তিতে মাষ্টার রোল দাখিল করার জন্যও সকল চেয়ারম্যানকে অনুরোধ করেন । | আগামী ০৭ দিনের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নিকট মাষ্টার রোল দাখিলের সিদ্ধামত্ম গৃহীত হয় এবং আগামী সভার পুর্বে ২০১৩-১৪ অর্থ বছরের সকল সম্ভাব্য প্রকল্পের তালিকা দাখিল করার সিদ্ধামত্ম গৃহীত হয়। | চেয়ারম্যান সকল ইউ,পি,লোহাগাড়া। | ||
১১ | পলস্নী বিদ্যুৎঃসভাপতি সভায় জানান যে, লোহাগাড়া উপজেলায় বিদ্যুৎ সরবরাহের অবসহা খুবই নাজুক, পবিত্র রমজানের সময় সময় ঘনঘন লোডশেডিং এর কারনে জনজীবন বিপর্যসহ হয়ে পড়েছে। তিনি বিদুৎ সরবরাহ বৃদ্ধি করার জন্য সভায় অনুরোধ করেন। ডিজিএম, পলস্নী বিদ্যুৎ সমিতি সভায় এবিষয়ে জানান যে, সিষ্টেম আপগ্রেড এর কাজ চলছে সিষ্টেম আপগ্রেড সম্পন্ন হলে লোড শেডিং এর মাত্রা কমে যাবে। | সভায় আলোচনার পর লোডশেডিং এর পরিমান সহনীয় পর্যায়ে নিয়ে আসার ব্যবসহা গ্রহণের জন্য পলস্নী বিদ্যুৎকে অনুরোধ করা হয়।
| ডিজিএম,পলস্নী বিদ্যুৎ সমিতি, লোহাগাড়া।
| ||
১২ | প্রাথমিক শিক্ষাবিভাগঃউপজেলা শিক্ষাঅফিসার সভায় জানান যে, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের পূনঃ নির্মাণ কাজের টেন্ডার হয়েছে কিন্তু এখনও কাজ শুরম্ন করা হয়নি। তিনি অবিলমেব টেন্ডার আহবানকৃত সকল প্রাথমিক বিদ্যালয়ের পূনঃ নির্মাণ কাজ শুরম্ন করার জন্য উপজেলা প্রকৌশলীকে অনুরোধ করেন। উপজেলা নির্বাহী অফিসার নিয়মিত স্কুল পরিদর্শন করে কঠোরভাবে বিদ্যালয় এর পাঠদান মনিটরিং করার জন্য উপজেলা শিক্ষাঅফিসারকে পরামর্শ প্রদান করেন। | টেন্ডার আহবানকৃত বা ঠিকাদার বাছাই হওয়া প্রাথমিক বিদ্যালয়ের কাজ জরম্নরীভিত্তিতে শুরম্ন করার জন্য উপজেলা প্রকৌশলী কর্তৃক প্রয়োজনীয় ব্যবসহা গ্রহণের সিদ্ধামত্ম গৃহীত হয়। | উপজেলা প্রকৌশলী লোহাগাড়া। | ||
১৩ | ক্রীড়া সংসহাঃ সম্পাদক, ক্রীড়া সংসহা সভায় জানান যে, গত ০৩/৬/১৩ তারিখ হতে উপজেলা পরিষদ ফুটবল টুর্নামেন্ট শুরম্ন করা হয়েছে, সময় স্বল্পতার কারনে পবিত্র রমজান মাসের পূর্বে খেলা শেষ করা যায়নি আশা করা যায় ঈদুল ফিতরের পর খেলা শেষ করা যাবে। উপজেলা নির্বাহী অফিসার তাঁকে পবিত্র ঈদুল ফিতরের পর ক্রীড়া সংসহার একটি সভা আহবান করার অনুরোধ করেন। | সভায় আলোচনার পর পবিত্র ঈদুল ফিতরের পর উপজেলা ক্রীড়া সংসহার একটি সভা করার সিদ্ধামত্ম সিদ্ধামত্ম গৃহীত হয়। | সম্পাদক, ক্রীড়া সংসহা | ||
১৪ | মাধ্যমিক শিক্ষা:উপজেলা মাধ্যমিক শিক্ষাঅফিসার সভায় জানান যে, আগামী বছরের মাধ্যমিক স্তরের বিনামূল্যের পাঠ্যবই খুব শীঘ্রই চলে আসবে, তিনি উক্ত বই সমুহ গুদামজাত ব্যবসহা গ্রহণ করার জন্য সভায় অনুরোধ করেন। | গভায় আলোচনার পর উপজেলা চেয়ারম্যান এর অব্যবহ্রত বাংলোতে সাময়িকভাবে পাঠাবই গুদামজাত করার সিদ্ধামত্ম গৃহীত হয়। | উপজেলা মাধ্যমিক শিক্ষাঅফিসার, লোহাগাড়া। | ||
১৫ | মৎস্য বিভাগঃ উপজেলা মৎস্য অফিসার সভায় জানান যে, সরকারী পুকুরে বিনামূল্যের পোনা ছাড়া হবে। তিনি প্রতিটি ইউনিয়নের সরকারী পুকুরের তালিকা প্রদানের জন্য সকল ইউপি চেয়ারম্যানকে অনুরোধ করেন। | প্রতিটি ইউনিয়নের সরকারী পুকুরের তালিকা উপজেলা মৎস্য কর্মকর্তার নিকট প্রেরণের সিদ্ধামত্ম গৃহীত হয়। | চেয়ারম্যান সকল ইউ,পি,লোহাগাড়া। | ||
১৬ | উন্নয়ন তহবিল, রাজস্ব তহবিলও ১%আয় হতে প্রকল্প গ্রহণঃ সভাপতি সভায় উন্নয়ন তহবিল হতে ২২,৯৫,০০০/-টাকার ১% আয় হতে ২৪,৫০,০০০/- টাকার ও রাজস্ব তহবিল হতে ৬,৩৪,০০০/- টাকার প্রকল্প(পরিশিস্ট-খ) অনুমোদনের জন্য সভায় উপসহাপন করেন। | গভায় আলোচনার পর উপসহাপিত প্রকল্পের তালিকা অনুমোদন করা হয় এবং বিধি মোতাবেক পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য উপজেলা প্রকৌশলীকে অনুরোধ করা হয়। | উপজেলা প্রকৌশলী লোহাগাড়া। | ||
পরিশেষে সভাপতি উপসিহত/অনুপসিহত সকল সদস্যকে যথাসময়ে সভায় উপসিহত থাকার অনুরোধ জানিয়ে সভায় অন্য কোন আলোচ্য বিষয় না থাকায় সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।
(জিয়াউল হক চৌধুরী বাবুল)
সভাপতি
ও
চেয়ারম্যান
লোহাগাড়া উপজেলা পরিষদ
চট্টগ্রাম
m¥vরK bs t 00.515.006.10.00.001.2013- ZvwiL t 22/08/13 wLª:
1. মাননীয় সংসদ সদস্য,চট্টগ্রাম-১৪/৩৪৮,মহিলা আসন-৪৮,চট্টগ্রাম।
2. সচিব, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়,ঢাকা।
3. কমিশনার, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম।
4. জেলা প্রশাসক,চট্টগ্রাম।
বিতরণঃ অবগতি ও কার্যার্থে।
1. ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, লোহাগাড়া,চট্টগ্রাম।
2. মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, লোহাগাড়া,চট্টগ্রাম।
3. উপজেলা -------------------------------------- কর্মকর্তা (সকল), লোহাগাড়া,চট্টগ্রাম।
4. চেয়ারম্যান-------------------------------ইউ,পি (সকল)/ইউসিসিএ,লোহাগাড়া,চট্টগ্রাম।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস