লোহাগাড়া উপজেলার ২ নং ওয়ার্ডের আমিরাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সুখছড়ি গ্রামের রাজ বাড়ির উত্তর পাশে সড়কের উত্তর দিকে ২০০ গজ দূরে এই প্রাচীন মন্দিরটি অবস্থিত। স্থানীয় লোকজনের সাথে আলোচনা করে জানা যায় যে, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী বাবু হরদাস রাজা তার পিতা ও মাতার শ্মশানে ছোট ছোট দুইটি মন্দির স্থাপন করে। পরবর্তীতে উক্ত স্থানে একটি শিব মন্দির ও পুকুর খনন করেন। এই মন্দিরে বার্ষিক পূজা ও শিব মেলা বসে। স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে এর ক্ষতি সাধন করা হয়। লোকজন স্বপ্নদৃষ্টে মন্দিরের বিগ্রহ পেয়ে সংরক্ষন করে পূজা আর্চনা সহ যাবতীয় কার্যক্রম চালূ করেন। বর্তমানে প্রয়াত বাবু লাল মোহন দাসের পুত্রগন মন্দির সংস্কার কাজে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS