লোহাগাড়া উপজেলাটি নয়টি ইউনিয়ন নিয়ে গঠিত। দক্ষিনে চকরিয়া আর উত্তরে সাতকানিয়া,পশ্চিমে বাঁশখালী ,পূর্বে বান্দরবানের পর্বতরাজি লোহাগাড়াকে ভিত্তি দান করেছে। চট্টগ্রাম জেলার সর্বদক্ষিনে অবস্থিত হলেও এ জনপদের জীবন-যাপনের ধরন আধুনিক । শিক্ষিতের হার বাড়লেও শিক্ষারগুনগত মান নিন্মমূখী। ক্রীড়া ক্ষেত্রে লোহাগাড়া পিছিয়ে। গুনগত শিক্ষার হার বাড়ান এবং খেলাধূলার ক্ষেত্রে চট্টগ্রাম জেলাতে লোহাগাড়াকে সুসংহত করা প্রয়োজন। সরকারী নির্দেশনার আলোকে গুনগত শিক্ষা এবং খেলাধূলার সামগ্রিক উন্নয়ন করা গেলে লোহাগাড়ার উন্নয়ন নিশ্চিত হবে। ব্যাক্তি পর্যায়ে উদ্যেগ বাড়াতে হবে। ক্রীড়াকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে পারলে গ্রাম পর্যায় হতে খেলোয়ার বের করা সম্ভব হবে। গুনগত শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষকদের প্রশিক্ষনের ব্যবস্থা করা প্রয়োজন। প্রত্যেকটি বিদ্যালয় মাঠ খেলার উপযোগী করতে পারলে এ ক্ষেত্রে সফলতা আসবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS