চুনতি অভয়ারন্য প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি।লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে এই অভয়ারন্যটি অবস্থিত।চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপরে অবস্থিত এই অভয়ারন্যটি নানা প্রজাতির প্রানীর বিচরন ক্ষেত্র।কক্সবাজার যাওয়ার সময় গাড়ী থামিয়ে এই প্রাকৃতিক অভয়ারন্যটির সৌন্দর্য উপভোগ করা যায়। হাতির বিচরন এখানে অবাধ তবে সহসা এর দেখা পাওয়া যায় না। গভীর অরন্যে পর্যটন টাওয়ার রয়েছে,এর মাধ্যমে এই প্রাকৃতিক অভয়ারন্যটির সৌন্দর্য উপভোগ করা যায়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS